![Image description](https://content.bdtoday.net/files/img/202502/246636017341be64f38e2df42cc65f5e.png)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা কলেজ শাখার অধীনস্থ সকল হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ছাত্রদলের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
শীঘ্রই উক্ত হল ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।