Image description
 

ওমরাহর জন্য সৌদি আরব ভ্রমণে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার।

দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ) গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে টিকার শর্ত প্রত্যাহার করেছে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে।

এর আগে গত মাসে ওমরাহ যাত্রীদের জন্য ওই টিকা বাধ্যতামূলক করা হয়। সেই নির্দেশনা বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারির পর তা এয়ারলাইন্সগুলোতে পাঠিয়েছে সৌদি সরকার।

আগের নির্দেশনা অনুযায়ী ওমরাহ পালন ও ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

টিকার পাশাপাশি সনদ দিতে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়সহ ৮০টি কেন্দ্র ঠিক করা হয়। এছাড়া টিকাদান কার্যক্রমে অনলাইনে নিবন্ধন এবং টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাইয়ের জন্য ভ্যাক্স ইপিআই (vaxepi.gov.bd) সিস্টেমও তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা।

সৌদি আরবের নির্দেশনার পর সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা পরে অফিস আদেশে জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় গিয়ে ওমরাহ অথবা যিয়ারাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন আগে এই টিকা নিতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ওই টিকা নেওয়ার প্রয়োজন নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। মেনিনজাইটিস যেকোনো বয়সী মানুষেরই হতে পারে। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন হতে পারে।

এই রোগের লক্ষণ জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব। শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো- জ্বর, খিটখিটে মেজাজ, খেতে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা।

মেনিনজাইটিস বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবীর কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ থেকে মানুষে এই সংক্রমণ ছড়ায়। এ ছাড়া আঘাত, ক্যান্সার এবং ওষুধের কারণেও এ রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।

ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হলো সবচেয়ে বিপজ্জনক, সংক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই মারাত্মক হয়ে উঠতে পারে। ব্যাকটেরিয়া মেনিনজাইটিসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা হলো এর টিকা নেওয়া।

বিডি প্রতিদিন