![Image description](https://content.bdtoday.net/files/img/202502/296c650780e28ede589af49570170ef4.jpg)
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহের আফরোজ শাওনকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করে ডিবি। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকে আটক করার খবর পাওয়া যায়।
ডিবির একটি সূত্র জানিয়েছে, মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।
অপরদিকে, সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ আছে, গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনিসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সোহানা সাবা।