Image description
 

উড্ডয়ন অবস্থায় ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে সাজ্জাদ নামে এক যাত্রী হার্ট এ্যাটাকে মারা গেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি করলে সংশ্লিষ্ট চিকিৎসকরা প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।পরে ওই যাত্রীকে নিয়ে ৩টা ৪০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানটি চট্টগ্রাম থেকে উড়াল দেয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।

সুত্রটি জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারের  AREA CONTROL ইউনিট রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানান যে থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট  THA339 এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন। সাজ্জাদ নামের ওই যাত্রীর বিষয়ে তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালককে অবহিত করেন।  

রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার বিমানে প্রবেশ করে ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। মৃত্যু নিশ্চিত করার জন্য ওই রোগীকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করার পরামর্শ প্রদান করেন।থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে তারা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানান। এরপর বিমানটি রাত ৩ টা ৪০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।