Image description

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে তাদেরকে কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে সেটি মিথ্যা বলে দাবি করেছে ডিবি।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক মানবজমিনকে বলেন, শাওন ও সাবা এখনো আমাদের হেফাজতে ডিবি কার্যালয়ে আছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এছাড়া শাওনকে হাসপাতালে ভর্তির যে খবর ছড়িয়েছে সেটি মিথ্যা।
এর আগে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে সাবাকে এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শাওনকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়। বর্তমানে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন।

অভিনেত্রী শাওন ও সাবা ডিবির নজরদারিতে ছিলেন। তারা দুইজন ভারতে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জানতে তাদেরকে ডিবি হেফাজতে নেয়া হয়।