এবারের একুশে বইমেলায় জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির একটি বই এসেছে। বইটির নাম ‘একনজরে কুরআন’। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, কুরআন যত পড়া হয়, কুরআনের বক্তব্যগুলো ততই জীবন্ত মনে হয়।
ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে।
‘একনজরে কুরআন’-এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণি-পেশার পাঠকরা যেন কুরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটিই এই বইয়ের মূল উদ্দেশ্য।
এ বইয়ের মাধ্যমে কুরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তা-ই নয়, ‘একনজরে কুরআন’ বইটি কুরআনের প্রতি আপনার ভালোবাসাও বাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। ঝরঝরে বাংলায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কুরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পালটে দেবে, ইনশাআল্লাহ।