Image description

২০২৬ সালেও দুই ধাপে বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থিরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের পর ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তারা।

শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, ‘টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে। শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ২০২৬ সালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে।

শুরায়ী নেজামের অধীনে গত রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ১৭ মিনিটের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় দ্বিতীয় ধাপ তথা প্রথম পর্ব। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাওয়া কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি এবং বিশ্বের অর্ধশতাধিক দেশের মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ৮ দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।