সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, "বর্তমান সরকার বুঝতে পারছে না টাকা কোথায় আছে এবং কীভাবে সেগুলোর সঠিক ব্যবস্থাপনা করতে হবে।"
তিনি বলেন, গত ছয় মাসে ৫০-৬০টি বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যার ফলে ৫০,০০০ এর মতো মানুষ কর্মসংস্থান হারিয়েছে। শুধু শিল্পক্ষেত্রে নয়, ছোট দোকান ও ব্যবসাও বিপর্যস্ত হয়ে পড়েছে এবং প্রায় এক মিলিয়ন লোক চাকরি হারিয়েছে। রনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক মাসে আরও অনেকেই চাকরি হারাবে।
অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে রনি আরও জানান, বর্তমান পরিস্থিতি খুবই সংকটময়, যদিও সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার উদাহরণ দেওয়া হয়। তবে বাস্তবে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, এক্সপোর্টে কোনো বাড়তি কিছু নেই এবং দেশের স্বর্ণ মজুতও সংকটময় হয়ে পড়েছে। তিনি বলেন, "অর্থনীতি ভালো রাখতে হলে সঠিক ম্যানেজমেন্ট প্রয়োজন।"
রনি আরও দাবি করেন, "বাংলাদেশে মোট ১৫ লাখ মানুষ সরাসরি আয়কর দেয় এবং এক কোটি লোক বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। তবে যদি সব কিছু সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে এই অর্থনীতির উন্নতি সম্ভব নয়।"
তিনি শেষে বলেন, "বাংলাদেশে অনেক কিছু আছে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং দক্ষতা, যা বর্তমান সরকারের নেই।"
ভিডিও দেখুন: https://youtu.be/RNWx7n38Aj8?si=3yvt8GuHnCjf0ZMn