Image description

ঢাকা মহানগরের বিভিন্ন মাদক স্পট, মদের বার ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে মঙ্গলবার রাতভর একযোগে সাঁড়াশি অভিযান চালায় ডিএমপির ৭ জন স্পেশাল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করেছেন।

রাজধানীর গুলশান-বনানী, ধানমন্ডি-নিউমার্কেট, পল্টন-বংশাল, উত্তরা, মিরপুর, তেজগাঁও- মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিভিন্ন বার ও মাদক অধ্যুষিত এলাকাগুলোক কেন্দ্র করে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসকল স্থানে লাইসেন্সবিহীন বার পরিচালনা করা, মাদকসেবন, ১৮ বছরের কম বয়সিদের নিকট মাদক বিক্রির অভিযোগে মিরপুর থেকে ৩৯ জন, তেজগাঁও থেকে ১৫ জন, উত্তরা থেকে ২০ জন, গুলশান থেকে ২৮ জন, মতিঝিল থেকে ১ জন এবং রমনা থেকে ৩১ জন সহ ঢাকা মহানগরী থেকে মোট ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ভোর পর্যন্ত চলা এই অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে দ্রুত ঢাকা মহানগরীর বারগুলো বন্ধ হয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের রাতে থানা হেফাজতে রাখা হয়। সকালে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠান সংশ্লিষ্ট বিভাগের ম্যাজিস্ট্রেটগণ।

বিশেষ সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগরীতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সূত্রে জানানো হয়। সাধারণ মানুষের কাছে অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে, আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানানো হয়েছে।