
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ও বিশেষ ড্রোন শোর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকে রাত অবধি রাজধানীর এই এলাকায় ব্যাপক জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে আশপাশের সড়কগুলোয় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ও ডাইভারশন আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলবে এই অনুষ্ঠান। এতে থাকবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা, ঐতিহাসিক ঘোষণা পাঠ, ফ্যাসিস্ট পলায়নের স্মরণ, ড্রোন শো এবং আর্টসেলের সংগীত পরিবেশনা।
বিশেষ এই আয়োজনে বেলা ১১টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে সংগীত পরিবেশনা। দুপুর ২টা ২৫ মিনিট থেকে হবে ফ্যাসিস্ট পলায়ন উদযাপন। বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে স্পেশাল ড্রোন শো এবং রাত ৮টায় পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কে যানচাপ ও ভিড় সামাল দিতে ডিএমপি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন দিয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে—
আড়ং ক্রসিং (পশ্চিম প্রান্ত): মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহন আড়ং ক্রসিংয়ে বাম না ঘুরে সোজা দক্ষিণে ধানমন্ডি ২৭ হয়ে চলবে। সায়েন্সল্যাব থেকে আগত যানবাহনও ডানে না ঘুরে উত্তরে গিয়ে গণভবন ক্রসিং থেকে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি দিয়ে চলবে।
খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত): ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগানে সোজা না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড–গণভবন ক্রসিং হয়ে মিরপুর রোডে ধানমন্ডি যাবে। ফার্মগেট এক্সিট র্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ফার্মগেট ক্রসিং: ফার্মগেট থেকে খেজুর বাগান বা মিরপুরগামী যানবাহন সোজা বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং–লেক রোড দিয়ে চলবে।
গণভবন ক্রসিং: মিরপুর রোড দিয়ে ফার্মগেট বা সোনারগাঁওগামী যানবাহন গণভবনে সোজা না গিয়ে লেক রোড ঘুরে বিজয় সরণি হয়ে যাবে।
সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সড়কটি বিকল্প রুট হিসেবে ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে ফার্মগেটগামী যানবাহনকেও ডাইভারশন মেনে চলতে বলা হয়েছে। অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, যানজট ও ভোগান্তি এড়াতে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। যানবাহন চালকদের অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত বিকল্প রুট অনুসরণ করতে। পাশাপাশি শহরের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।