Image description

হবিগঞ্জের মাধবপুরে কাভার্ডভ্যানভর্তি ৯০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে এসব জব্দ করা হয়।

 
বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ৯টায় ৫৫ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দল মালামালবোঝাই সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামার জন্য সিগন্যাল দেয়; কিন্তু টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ডভ্যানটি মহাসড়কে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার করা উল্লেখিত ভারতীয় পণ্য জব্দ করে।

 
তিনি বলেন, জব্দকৃত মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।