
জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর। তিনি বলেন, জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে আবার কেউ পদোন্নতিও নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয়ার কথা ছিলো। কিন্তু কেউ তা দেয়নি। এ সময় আন্দোলনে নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, সরকার শহীদ পরিবারদের ভিক্ষার মতো করে এক দুই লাখ টাকা দিচ্ছে। জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যারা আছে তারা রাজনীতি করছে। তাই আহতদের যারা তাদের দলের তাদের বেশি সাহায্য দিচ্ছে, আর অন্যরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো কোনো রাজনৈতিক দল কৌশলী বক্তব্য দিচ্ছে। তারা আওয়ামী লীগের নেতা আর ভোট ভাগানোর পরিকল্পনা করছে।