Image description

আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলে এবার দেখা গেলো বাংলাদেশের প্রতি এক অন্যরকম ভালোবাসা। ‘আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন’ লিগের একটি ম্যাচের আগে মাঠে লাল-সবুজের পতাকা টানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশকে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) লিগ কর্তৃপক্ষ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সে দৃশ্য পোস্ট করে লিখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

প্রতি বিশ্বকাপেই বাংলাদেশি ফুটবল ভক্তরা দারুণ উদ্দীপনায় মেতে উঠে। আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে তাদের উন্মাদনার বার্তা বিশ্বজুড়েও বেশ ছড়িয়ে পড়ে। তবে এবার উচ্ছ্বাসের মাত্রা বিশ্ব মিডিয়ায়ও আলোচিত হয়েছিল। ফলে কেন কাতারের চেয়ে এ দেশে উত্তেজনার পারদ বেশি- তা নিয়ে রীতিমতো গবেষণায় নেমে পড়েন ক্রীড়াবিদরা।

/এএ/