স্ত্রীর জন্য আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নওয়াজের স্ত্রী আলিয়ার অভিযোগ, অভিনেতা ও তার পরিবারের পক্ষ থেকে তাকে খাবার, বিছানা এবং বাথরুম ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
এই অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের আন্ধেরি আদালত নোটিস পাঠিয়েছে নওয়াজউদ্দিনকে। যদিও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়, সম্পত্তি আত্মসাৎ করার জন্য বিতর্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন আলিয়া। আলিয়ার আইনজীবী দাবি করেন, তার ক্লায়েন্টকে বাড়িতে আটকে রাখা হয়েছে। সাত দিন ধরে তাকে খেতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে নাকি বাড়ির বাইরেও বেরোতে দিচ্ছে না নওয়াজের পরিবার।
এই পরিস্থিতিতে মুম্বাইয়ের আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে এই বলিউড অভিনেতাকে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিয়ে করেন আলিয়া-নওয়াজ। তাদের দুটি সন্তান, একটি মেয়ে শোরা এবং একটি ছেলে ইয়ানি।