Image description

ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। সেখানে এক নারী যৌন সম্পর্কের সময় ইকবাল নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছেন। 

দু’দিন আগে ইকবালের মৃতদেহ তার বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়। পরে ৩২ বছর বয়সি ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন, নিহত ইকবাল তাকে বারবার ব্ল্যাকমেইল করছিলেন এবং তিনি আর সহ্য করতে পারছিলেন না। 

পুলিশি তদন্তে জানা গেছে, ইকবাল একজন জরির কাজের কারিগর ছিলেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে এই কাজ করতেন। আর এভাবেই ওই নারীর সঙ্গে পরিচয় হয় তার। পরে তারা নিজেদের ফোন নম্বরও বিনিময় করেন। এরপর তাদের মধ্যে ফোনে নিয়মিত কথা হতে থাকে এবং একদিন ইকবাল তাকে নিজের বাড়িতেও ডেকে নেন। 

ওই নারীর অভিযোগ, ইকবাল তাকে জোরপূর্বক ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে বাধ্য করেন। তিনি যখন ইকবালকে সতর্ক করে বলেন, তিনি বিষয়টি তার স্বামীকে জানাবেন। তখন ইকবাল তাকে পাল্টা হুমকি দিয়ে বলেন, তার কাছে ফোন কলের রেকর্ডিং আছে এবং তিনি তার সংসার ভেঙে দেবেন।

পরিকল্পনা ও হত্যাকাণ্ড

পুলিশের কাছে ওই নারী বলেছেন, ‘আমার ছোট ছোট সন্তান রয়েছে, তাই আমি এই নির্যাতন সহ্য করছিলাম। ইকবাল আমাকে বারবার ব্ল্যাকমেইল করছিল এবং আমি তাতে বিরক্ত হয়ে পড়েছিলাম। এরই ধারাবাহিকতায় গত বুধবার ইকবাল তার স্ত্রীকে বাবারবাড়ি রেখে ফেরার পথে আমার সঙ্গে কথা বলেন এবং আমিও তাকে দেখা করার জন্য বলি’।

তিনি জানান, এর আগে ইকবাল তাকে দুটি ঘুমের ওষুধ দেন, যা ওইদিন তিনি তার স্বামীর চায়ের মধ্যে মিশিয়ে দেন। রাত ৮টার দিকে তার স্বামী ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়েন। এরপর রাত পৌনে ১২টা নাগাদ তিনি ইকবালের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইকবাল জানান যে, তিনি তার বাড়িতে একা অবস্থান করছেন।

ওই নারীর ভাষ্যমতে, ‘আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, হয় আজ আমি মরব, নয়তো আমি তাকে মেরে ফেলব। তার বাসায় যাওয়ার পর আমরা যখন কথা বলছিলাম, তখন ইকবাল আমাকে ঘনিষ্ঠ হতে বাধ্য করতে থাকেন। আমি তার হাত চেপে ধরে তার বুকের ওপর বসে যাই। তারপর এক হাতে তার মুখ চেপে ধরি এবং অন্য হাতে তার গলা চেপে ধরি। তারপর সে মারা গেছে- এটা নিশ্চিত হওয়ার পর আমি তার দেহ সিঁড়ির কাছে টেনে নিয়ে রেখে দেই এবং বাড়ি ফিরে আসি’। 

তিনি বলেন, ‘আমি ইকবালের প্রতি এতটাই ক্ষুব্ধ ছিলাম যে, আমার পরিবার রক্ষা করার জন্য এটি ছাড়া আর কোনো পথ ছিল না’।

এদিকে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ওই নারীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি