Image description

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার শাতি ব্রিগেডের কমান্ডার হাইসাম আল-হাওয়াজরিকে হত্যা করতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তেল আবিব ২০২৩ সালের ডিসেম্বরে হাওয়াজরিকে হত্যা করার দাবি করেছিল।

শনিবার (১ জানুয়ারি) ইসরাইলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে এ কথা স্বিকার করেন।

বিবৃতিতে তিনি বলেন, হামাসের আশ-শাতি ব্রিগেডের কমান্ডারকে হত্যা করার গোয়েন্দা তথ্য ভুল ছিল।

তিনি বলেন, বিমান হামলার পর ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেত ও সামরিক বাহিনী উচ্চ মাত্রার নিশ্চয়তা দিয়েছিল যে, শাতি ব্রিগেডের এই কমান্ডারকে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের পর প্রমাণিত হয়েছে যে, শিন বেতসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা যে তথ্যের ভিত্তিতে হাওয়াজরির অবস্থান শনাক্ত করেছিল তা ছিল ভুল।

২০২৩ সালের ৩ ডিসেম্বর ইসরাইলি বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে দাবি করেছিল, গাজ্জা উপত্যকায় এক বিমান হামলায় হাওয়াজরিকে হত্যা করা হয়েছে। কিন্তু গতকাল (শনিবার) যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় জিম্মি মুক্তি দেয়ার সময় ইসরাইলি বন্দি কেইথ সিগালকে রেড ক্রসের কাছে হস্তান্তর করতে দেখা যায় হাওয়াজরিকে। এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা যায়।