Image description

Ali Ahmad Mabrur (আলী আহমেদ মাবরুর

 
রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে স্থানীয় মহিলা জামায়াত বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিলেন। এসময় ওই এলাকার বিএনপির সন্ত্রাসী আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ী, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামায়াতের মহিলা নেত্রী হাসিনা খাতুনসহ মহিলাদের উপর হামলা করে এবং খারাপ ভাষায় তাদের গালিগালাজ করতে থাকে।
 
তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া আসামীরা হাসিনা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ী থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বাম কানে দুইটি চড় মারে।
 
এছাড়া আল আমিন, সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরের থাকা ওড়না টান দিয়ে শ্লীতাহানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর তারা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
 
প্রকৃত ঘটনা যদি এমনই হয়, তাহলে বিএনপির অবশ্যই তাদের কার্যক্রমের ব্যাখ্যা দেয়া উচিত এবং প্রকৃত দোষীদের দল থেকে বহিস্কারসহ যথাযথ শাস্তি প্রদান করা উচিত।
 
নির্বাচন কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে প্রতিপক্ষের কর্মীদের শারীরিকভাবে আঘাত বিশেষ করে নারীদের ওপর আক্রমন ও লাঞ্ছনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।