Image description

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি জিম্মিদের মুক্তির সময় কয়েক দফায় ব্যাপক শোডাউন করে নিজেদের শক্তি এবং নিয়ন্ত্রণের প্রমাণ দিচ্ছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল-নুনু।

সতর্ক করে দিয়ে আল-নুনু বলেন, হামাস যুদ্ধ পুনরায় শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। জিম্মিদের মুক্তি দিতে এই শোডাউন ইসরাইলকে বার্তা দিচ্ছে যে হামাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং গাজ্জার শাসন পরিচালনা করতে হামাস প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, জিম্মিদের হস্তান্তরের দৃশ্যগুলো প্রমাণ করছে যে হামাসের নেতৃত্বের প্রতি জনগণের সমর্থন শক্তিশালী রয়েছে।

বিনা বিচারে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে উল্লাস করছে গাজ্জা বাসী। এ উল্লাসকে বিজয় হিসেবে চিহ্নিত করে তিনি আরও বলেন, এই ধরনের উদযাপন হামাসের নেতৃবৃন্দের প্রতি সমর্থন প্রদর্শন করছে, এবং এটি ইসরাইলকে সতর্ক করবে, যাতে তারা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুতি নিতে না পারে। এটি তাদের জন্য একটি বার্তা, যারা ভাবছে তারা যুদ্ধ অব্যাহত রাখতে পারে। হামাস প্রস্তুত এবং সক্ষম যে কোনও সময়ে যুদ্ধ চালিয়ে যেতে।

তিনি জানান, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা আগামী সোমবার শুরু হওয়ার কথা রয়েছে, যা যুদ্ধবিরতির ১৬ তম দিনে হবে।