Image description
 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পুরনো হুমকির পুনরাবৃত্তি করেছে ইরান। দেশটির সেনাপ্রধান কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, তাঁদের বাহিনীর হাত এখনো ‘ট্রিগারেই’ আছে।

 

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। শনিবার (৩১ জানুয়ারি) সশস্ত্র বাহিনীর তরুণ সৈনিকদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ইরানের সেনাবাহিনী যেকোনো সামরিক সংঘাত মোকাবিলায় এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপ বা ভুল হিসাবনিকাশ কেবল তাদের নিজেদের নিরাপত্তাই বিঘ্নিত করবে না, বরং সমগ্র অঞ্চলে চরম অস্থিরতা সৃষ্টি করবে।

জেনারেল হাতামি বলেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপ এখন ইরানের গোয়েন্দা নজরদারিতে রয়েছে এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তেহরান সম্পূর্ণ অবগত। তিনি আরও বলেন, “ইরানের আঙুল এখনো ট্রিগারেই আছে। শত্রুর যেকোনো ভুল পদক্ষেপে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টা আঘাত হানবে।”

 

ইরানি সেনাপ্রধানের মতে, বর্তমান পরিস্থিতিতে দখলদার ইসরায়েল এবং তাদের মিত্র বাহিনীর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। গত বছরের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী।

 

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম সময়সীমা বেঁধে দেওয়ার পর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন করায় এই অঞ্চলে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: প্রেস টিভি।