Image description

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ‘আল্লাহ-ই যথেষ্ট’ শিরোনামে বুধবার (২৮ জানুয়ারি) আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়।

ভিডিওটিতে বিভিন্ন সময়ে দেয়া খামেনির নানা ভাষণের অংশ সংকলন করা হয়েছে। সেখানে তিনি জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই’। খবর ইরান ইন্টারন্যাশনালের।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সমুদ্রের নিচে থাকা ক্ষেপণাস্ত্র টানেল-এর একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। তেহরানের দাবি, এসব টানেলে শত শত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ইরানের ওপর কোনো হামলা হলে হরমুজ প্রণালি নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেছে দেশটি।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে সাবমেরিন ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত সারিবদ্ধ রকেট দেখানো হয়।

আলিরেজা বলেন, আইআরজিসি নৌবাহিনীর কাছে সমুদ্রের নিচে বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক আছে, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন জাহাজকে মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে।

তিনি জানান, এসব টানেলে এক হাজার কিলোমিটারেরও বেশি (প্রায় ৬২১ মাইল) পাল্লার শত শত ক্রুজ মিসাইল রয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার বলেন, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি এবং এতে স্মার্ট গাইডেন্স ব্যবস্থা রয়েছে, যা আঘাতের মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে সক্ষম।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, দ্য নিউ আরব


শীর্ষনিউজ