Image description
 

গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করতে ইসরাইলে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। সেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা হয় বলে জানায় হোয়াইট হাউস। এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হলো যখন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বাড়ছে।

তবে বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারও ইসরাইলে পৌঁছেছেন। তিনি ইসরাইলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

ইসরাইলের চ্যানেল-১২ শুক্রবার জানায়, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। কুপার ইসরাইলি চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির এবং বিমান বাহিনীর কমান্ডার টোমার বারের সাথে দেখা করবেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ এবং শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য নিষেধাজ্ঞা, চাপ, অস্থিরতা উস্কে দেয়া এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার অভিযোগ করেছে ইরান।

সূত্র: টাইমস অব ইসরাইল