Image description

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক উপ-সহকারী অভিবাসন পরিচালক মাস্তুরা আজিজ (৪৯) প্রায় ১ লাখ ৪০ হাজার রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ প্রক্রিয়া না মেনে তিনি বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দেয়ার বিনিময়ে এই অর্থ গ্রহণ করেছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির দায়রা আদালতে তার বিরুদ্ধে চারটি পৃথক অভিযোগ আনা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালতে পেশ করা তথ্য অনুযায়ী মাস্তুরা আজিজ ২০২৫ সালের মে মাসে বিভিন্ন দফায় এই অর্থ গ্রহণ করেন। ৩ মে ২০২৫: ৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশের সুযোগ দিতে ১২ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ।

৭ মে ২০২৫: ১৯ জন বাংলাদেশির জন্য ৪৭ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ। ১১ মে ২০২৫: ২১ জন বাংলাদেশির বিনিময়ে ৫২ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ। ১৫ মে ২০২৫: ১১ জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি দিতে ২৭ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ।

অভিযোগগুলো মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) অ্যাক্ট ২০০৯-এর ধারা ১৬(এ)(বি) এর অধীনে আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে আইনের ২৪ নম্বর ধারার অধীনে কঠোর শাস্তির বিধান রয়েছে।

আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইরনা জুলিজে মারাস, আর অভিযুক্তের পক্ষে লড়ছেন আইনজীবী দাতুক গিথান রাম ভিনসেন্ট।

বিচারক মোহাম্মদ নাসির নর্ডিন আসামিকে ২০ হাজার রিঙ্গিত মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। তবে জামিনের শর্ত হিসেবে মাসে একবার তাকে এমএসিসি অফিসে হাজিরা দিতে হবে। মামলার পরবর্তী তারিখ এবং নথিপত্র জমা দেয়ার জন্য আদালত ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।

শীর্ষনিউজ