Image description

গাজা ইস্যুতে আয়োজিত এক জনসভায় বিতর্কিত প্রশ্ন করার অভিযোগে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র সাংবাদিক রেক্স তানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দফতরে উপস্থিত হওয়ার পর তাকে হেফাজতে নেয়া হয়।

গত সোমবার (১২ জানুয়ারি) ব্রিটিশ রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ের উপস্থিতিতে ‘গাজা: আন্তর্জাতিক কুশীলবদের সংশ্লিষ্টতা উন্মোচন’ শীর্ষক একটি পাবলিক ফোরাম অনুষ্ঠিত হয়। সেখানে রেক্স তান একটি প্রশ্ন করেন, যা নিয়ে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, তার করা প্রশ্নে মালয়েশিয়ার জাতিগত সংবেদনশীলতাকে উসকানি দেয়া হয়েছে।

সমালোচনার মুখে গত বৃহস্পতিবার সকালে রেক্স তান সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ থেকে পদত্যাগ করেন। তিনি একটি প্রকাশ্য বিবৃতিতে ক্ষমা চেয়ে বলেন, তার প্রশ্নের কাঠামো ত্রুটিপূর্ণ ছিল এবং আলোচনার প্রেক্ষাপটে তা অনুপযুক্ত ছিল। মালয়-চীনা সম্পর্ক নিয়ে কথা তোলাটি ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

তিনি স্বীকার করেন, একজন সাংবাদিক হিসেবে যে পেশাদারিত্ব বজায় রাখা উচিত ছিল, তিনি সেখানে ব্যর্থ হয়েছেন। মালয়েশিয়ার চীনা সম্প্রদায়ের সাথে ফিলিস্তিনিদের দুর্দশার কোনো তুলনা করার উদ্দেশ্য তার ছিল না।

রেক্স তানের আইনজীবী রাজসুরিয়ান পিল্লাই নিশ্চিত করেছেন, তাকে রাষ্ট্রদ্রোহ আইনের ৪(১) ধারায় আটক করা হয়েছে। মামলার তদন্ত পরিচালনা করছে পুলিশ সদর দফতর ‘বুকিত আমান’।

মালয়েশিয়া মিডিয়া কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান প্রেমেশ চন্দ্রন এই গ্রেফতারকে ‘অতিরিক্ত এবং শাস্তিমূলক’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, তান ভুল করেছেন এবং তিনি নিজেই তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। এমন পরিস্থিতিতে তাকে গ্রেফতার ও আটক করে রাখা অপ্রয়োজনীয়। এর আগে মিডিয়া কাউন্সিল সাংবাদিকের ওপর ব্যক্তিগত আক্রমণ, ডক্সিং (ব্যক্তিগত তথ্য ফাঁস) এবং হয়রানির নিন্দা জানিয়েছিল।

রেক্স তানের সাবেক কর্মস্থল ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ফোরামে তানের সেই প্রশ্ন করার বিষয়ে প্রতিষ্ঠানটি আগে থেকে কিছুই জানত না এবং তার করা মন্তব্যকে তারা কোনোভাবেই সমর্থন করে না।

শীর্ষনিউজ