প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না।
শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে সাংবাদিকদের একত্রিত থাকার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং সংহতি প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।
মতিউর রহমান বলেন, আমাদের এই ভাবনা থাকা উচিত নয় যে, আগামী নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও হয়নি, ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে হবে না।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মতিউর রহমান জানান, গত ৫৫ বছরের মধ্যে কোনো সরকারই সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে বিরত থাকেনি। বিশেষভাবে ১৯৭৫ সালে সংবাদমাধ্যম পুরোপুরি বন্ধ হয় এবং পরবর্তী সামরিক ও স্বৈরশাসনের আমলেও সাংবাদিকরা বিভিন্ন ধরনের দমন-পীড়নের শিকার হয়েছেন।
তিনি সাংবাদিক সমাজে দল-মত নির্বিশেষে এক জায়গায় দাঁড়ানোকে এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, যে কোনো অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্য অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে সবাইকে সংহত এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।