Image description

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে আটক থাকা অবস্থায়ও সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন- এমন বার্তা আইনজীবীদের মাধ্যমে পরিবারের কাছে পাঠিয়েছেন তিনি।

শনিবার এ তথ্য জানান তার ছেলে ও দেশটির আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা।

শাসক দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) নেতাদের সঙ্গে এক বৈঠকে গুয়েরা বলেন, তার বাবার আইনজীবীরা জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরোর শারীরিক অবস্থা ভালো এবং তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বাবার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা। কঠিন পরিস্থিতির মধ্যেও প্রেসিডেন্ট মাদুরো মানসিকভাবে ভেঙে পড়েননি। তিনি বলেন, সরকার ও সমর্থকদের ঐক্যই এই সময়ের সবচেয়ে বড় শক্তি।’

‘শাভেজ আন্দোলনের মূল ভিত্তি হলো ঐক্য। যে পরিস্থিতিই আসুক না কেন, আমাদের একসঙ্গে থাকতে হবে’ -বলেন মাদুরো গুয়েরা।

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও শনিবার এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি শান্তি, স্থিতিশীলতা এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।