Image description

সিরিয়ার কুর্দি যোদ্ধারা রবিবার (১১ জানুয়ারি) ঘোষণা করেছে, কয়েক দিনের সরকারবিরোধী সংঘর্ষের পর তারা আলেপ্পো শহর থেকে সরে যাচ্ছে। এ সময় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছে। কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা কুর্দি-নিয়ন্ত্রিত শেখ মাকসুদপাড়া দখল করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, আত্মসমর্পণকারী কুর্দি যোদ্ধাদের বাসে করে উত্তরে পাঠানো হচ্ছে।

এ ছাড়া আলেপ্পোর অন্য কুর্দি এলাকা আশরাফিয়াহও সরকারের নিয়ন্ত্রণে এসেছে।

কুর্দি বাহিনী, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ), আলেপ্পোর কিছু এলাকা নিয়ন্ত্রণ করলেও উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ায় তারা স্বায়ত্তশাসিত প্রশাসন পরিচালনা করে। এই অঞ্চলগুলো তারা দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের সময় দখল করে। এ সংঘর্ষ শুরু হয়, যখন কুর্দি বাহিনীকে নতুন সরকারের সঙ্গে একীভূত করার আলোচনা ব্যর্থ হয়।

 এই সংঘর্ষে কমপক্ষে ২১ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং আলেপ্পোর গভর্নরের তথ্য অনুযায়ী ১,৫৫,০০০ মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে। দুই পক্ষই একে অপরকে সংঘর্ষ শুরু করার জন্য দায়ী করেছে।

এসডিএফের বিবৃতিতে বলা হয়েছে, আশরাফিয়াহ এবং শেখ মাকসুদ থেকে শহীদ, আহত ও আটকা পড়া বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের নিরাপদে উত্তরে সরানো হয়েছে। যুদ্ধবিরতি আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় অর্জিত হয়েছে।

এএফপি প্রতিবেদক জানিয়েছেন, শনিবার (১০ জানুয়ারি) শেখ মাকসুদ থেকে পুরুষদের বহনকারী অন্তত পাঁচটি বাস বের হতে দেখা গেছে, যদিও তাদের পরিচয় যাচাই করা যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই সিরিয়ার সরকার ও কুর্দি কর্তৃপক্ষকে পুনরায় রাজনৈতিক সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে।

সূত্র : এএফপি