Image description
চট্টগ্রামে ইসকন অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি গণেশকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। 
 
রোববার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালির লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
গণেশ সেবক কলোনির বাসিন্দা শরিফ দাশের ছেলে। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি ছিল গণেশ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, র‌্যাবের টিম অভিযান চালিয়ে গণেশকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
 
 
 
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তার সমর্থকরা। একপর্যায়ে চট্টগ্রাম আদালত ভবন থেকে দূরে কোতোয়ালি থানার পেছনে আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। তবে এই মামলার অনেক আসামি এখনো পলাতক।