Image description

ভেনেজুয়েলার প্রেসিডেন্টে নিকোলাস মাদুরোর বিরোধী রাজনৈতিক নেতা ও ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো’র সঙ্গে সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী সপ্তাহেই ঘটবে এই সাক্ষাৎ।

 

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা তার আছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আছে। আমার মনে সময় সামনের সপ্তাহের কোনো এক দিন তিনি (হোয়াইট হাউসে) আসবেন। আমি তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি।”

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা, কিন্তু হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

গত ৩ ডিসেম্বর শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর অভিযাত শাখা ডেল্টা ফোর্স। এ সময় মার্কিনি সেনাদের বাধা দিতে গিয়ে নিহত হন ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে রাখা হয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আদালতে এসব অভিযোগের বিচার হবে।

প্রসঙ্গত, মারিয়া করিনা মাচাদো নোবেলজয়ী হলেও নিজ দেশে তেমন জনপ্রিয়তা নেই তার। মাদুরোকে অপহরণ করে আনার পর সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে ভেনেজুয়েলার অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে মাচাদো যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছেন কি না।

জবাবে ট্রাম্প বলেছিলেন, “আমার মনে হয় তার জন্য ভেনেজুয়েলার নেতা কিংবা সরকারপ্রধান হওয়া খুব কঠিন হবে। কারণ এজন্য নিজ দেশে যে সমর্থন ও সম্মান প্রয়োজন হয়, তা তার নেই। তিনি খুব চমৎকার একজন মহিলা। কিন্তু তাকে কেউ সম্মান করে না।”

সূত্র : এএফপি