Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসিত করবে। 

 

ওয়াশিংটনের কেনেডি সেন্টারে রিপাবলিকান আইনপ্রণেতা সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আশঙ্কা প্রকাশ করেন।

 

ট্রাম্প বলেন, আসন্ন কংগ্রেস নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, বরং তার রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার প্রশ্ন। রিপাবলিকানদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অবশ্যই মধ্যবর্তী নির্বাচনে জিততে হবে। যদি আমরা মধ্যবর্তী নির্বাচনে না জিতি, তাহলে ডেমোক্র্যাটরা আমাকে অভিশংসিত করার কোনো না কোনো কারণ খুঁজে নেবে। আমি অভিশংসিত হবো। 

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে তাকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেবে—এমন আশঙ্কা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, তখন তারা এমন নীতিমালা বাস্তবায়ন করবে, যা জনসাধারণের বড় অংশ সমর্থন করে না।

একই বক্তব্যে ট্রাম্প তার প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটদের রাজনৈতিক কৌশলের তুলনা টানেন।  

 

তিনি বলেন, আমরা তাদের অভিশংসন করছি না। কেন? কারণ তারা আমাদের চেয়ে বেশি নির্মম। আমাদের উচিত ছিল জো বাইডেনকে শতাধিক বিষয়ে অভিশংসন করা। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দলীয় বিভাজন ও অভিশংসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতাকে আরও স্পষ্ট করে তোলে। 

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও গভীর মেরুকরণের প্রতিফলন। ক্ষমতার ভারসাম্য নিয়ে চলমান টানাপোড়েন এবং অভিশংসন ইস্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।

এ প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এই রাজনৈতিক টানাপোড়েনের বিপরীতে কিছু দেশ—যেমন তুরস্ক—শক্তিশালী নির্বাহী নেতৃত্বের মাধ্যমে নীতিগত ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে।