Image description

ইরানে চলমান অর্থনৈতিক অস্থিরতা ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী দমন-পীড়নে নামে, তাহলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোরভাবে’ জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। খবর আনাদোলুর। 

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানে চলমান বিক্ষোভ দমনে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে। হিউ হিউইট শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যেটা ওরা সাধারণত দাঙ্গার সময় করে থাকে, তাহলে আমরা খুব শক্তভাবে জবাব দেব।’

 

তিনি আরও বলেন, ‘তাদের খুব কড়া ভাষায় আগেই জানিয়ে দেয়া হয়েছে— এখন আমি যেভাবে বলছি তার চেয়েও কঠোরভাবে; যদি তারা এমন কিছু করে, তাহলে তার চরম মূল্য দিতে হবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানসহ বিশ্বজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে এবং নিজেদের অধিকার আদায়ের কথা বলছে, আমরা অবশ্যই তাদের সমর্থন করি।’

ভ্যান্স একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও অর্থবহ আলোচনা’ করাই তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

 

প্রসঙ্গত, ইরানে বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে এই বিক্ষোভ শুরু হয়। ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়। সম্প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর নেমে যায় ১৩ লাখ ৫০ হাজারে। পরে এসব বিক্ষোভ দেশের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে।

ইরানি কর্তৃপক্ষ হতাহতের কোনও সরকারি হিসাব প্রকাশ না করলেও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভের ১১তম দিনে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভে বহু মানুষ আহত হয়েছেন এবং ২ হাজার ২১৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভের সময় আহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ৫৬৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আধাসামরিক বাহিনী বাসিজের ৬৬ জন সদস্যও আহত হয়েছেন।