ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধের পর এবার দেশটির বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোন সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) থেকে বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পরপরই মোবাইল সেবায় সমস্যার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরে সেই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন। টানা ১২ দিন ধরে চলমান এই বিক্ষোভ বৃহস্পতিবার রাতে আরও তীব্র আকার ধারণ করে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সরকার গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যেই এই ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ১২ দিনের সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে এবং কঠোর সামরিক পদক্ষেপ নেবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড