প্রখ্যাত ফিলিস্তিনি অভিনেতা ও নির্মাতা মোহাম্মদ বকরী আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ৭২ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পরিবার। একই দিনে উত্তর ইসরায়েলে তাঁর জন্মস্থান বি’নেহতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ বকরীর মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ছেলে, অভিনেতা সালেহ বকরী ইনস্টাগ্রামে লেখেন, “গভীর শোক ও দুঃখের সঙ্গে আমাদের প্রিয় পিতা, অভিনেতা মোহাম্মদ বকরীর মৃত্যুর সংবাদ জানাচ্ছি।
আশির দশকে ইসরায়েলে একজন ফিলিস্তিনি শিল্পী হিসেবে মোহাম্মদ বকরীর অভিনয়জীবনের সূচনা হয়। তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলি—উভয় থিয়েটার ও চলচ্চিত্রে আরবি ও হিব্রু ভাষায় অভিনয় করেন। গ্রিক-ফরাসি একাডেমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক কোস্টা-গাভ্রাসের নির্দেশনায় নির্মিত চলচ্চিত্র ‘হানাকে’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। দীর্ঘ ক্যারিয়ারে বকরী অভিনয় করেছেন বহু চলচ্চিত্রে।
এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৪ সালের ইসরায়েলি চলচ্চিত্র ‘বিয়ন্ড দ্য ওয়ালস’, পরিচালনায় ছিলেন উরি বারবাশ। ছবিটি একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায়।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও মোহাম্মদ বকরীর অবদান স্মরণযোগ্য। তাঁর পরিচালিত আলোচিত তথ্যচিত্র ‘জেনিন, জেনিন’ (২০০২)-এ দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দাদের সাক্ষাৎকার তুলে ধরা হয়।
এতে অপারেশন ডিফেন্সিভ শিল্ড চলাকালে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বেসামরিক হত্যার অভিযোগ উঠে আসে।
তথ্যচিত্রটি ইসরায়েলে তীব্র বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে ইসরায়েলি ফিল্ম বোর্ড ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ বকরী দীর্ঘদিন আইনি লড়াই চালান। তবে ২০২২ সালে দেশটির সর্বোচ্চ আদালত তাঁর আপিল খারিজ করে দেন।