আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, উত্তর-পূর্ব রাজ্যটিতে বসবাসকারী বাংলাদেশি মানুষের সংখ্যা আর ১০ শতাংশ বৃদ্ধি পেলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত’ হয়ে যাবে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
বাংলাদেশের একজন নেতার আসামকে একীভূত করার বিষয়ে করা হুমকির বিষয়ে জিজ্ঞাসা করা হলে হিমন্ত বলেছেন, “আসামের জনসংখ্যার ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরো ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব।
গত সপ্তাহে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ঢাকার এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে ‘ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছিলেন। হাসনাতের এই বক্তব্যের প্রতিক্রিয়া বিজেপি থেকে নির্বাচিত হিমন্ত বলেছিলেন,“গত এক বছর ধরে বারংবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত বলে মন্তব্য করছে। ভারত বিরাট একটি দেশ। পারমাণবিক শক্তি সম্পন্ন। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এসব ভাবনা আসে?”
প্রসঙ্গত, উগ্রপন্থী হিমন্ত বরাবরই আসামের বাংলাভাষীদের বাংলাদেশি বলে আখ্যা দিয়ে আসছেন। এমনকি তিনি আসাম বিধানসভার ১২৬ সদস্যের মধ্যে ৪০ জনকে ‘অনুপ্রবেশকারী’বলে আখ্যা দিয়েছেন।