মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ও সিডিএফ ফিল্ড মার্শাল আসিম মুনিরকে “অত্যন্ত সম্মানিত জেনারেল” হিসেবে অভিহিত করে তার ভূয়সী প্রশংসা করেছেন। ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর ডনের।
সংবাদ সম্মেলনে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকট প্রসঙ্গে কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, তার প্রশাসন এখন পর্যন্ত “আটটি যুদ্ধ বন্ধ করেছে”। এর অংশ হিসেবে তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধও তার উদ্যোগে এড়ানো সম্ভব হয়েছে।
ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রধান এবং একজন অত্যন্ত সম্মানিত জেনারেল—তিনি একজন ফিল্ড মার্শাল—এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেছেন যে রাষ্ট্রপতি ট্রাম্প সেই যুদ্ধ থামিয়ে প্রায় এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের সময় “আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং যুদ্ধ শুরু হয়েছিল।”
এটি জুন মাসে ওয়াশিংটনে বৈঠকের পর থেকে ট্রাম্পের ফিল্ড মার্শাল মুনিরের প্রতি সর্বশেষ প্রশংসা। ১৯ জুন তিনি হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানোর মাধ্যমে সেনাপ্রধানের প্রতি বিরল সম্মান দেখান। এরপর একাধিকবার তাকে “আমার প্রিয় ফিল্ড মার্শাল” বলেও উল্লেখ করেন ট্রাম্প।
২৯ অক্টোবর মে মাসে পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প মুনিরকে “মহান যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে, একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরকেও তিনি “দুর্দান্ত ব্যক্তি” বলে বর্ণনা করেন।
উল্লেখ্য, মে মাসে অধিকৃত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়। ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। ওই সংঘাতে উভয় পক্ষ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে এবং পরে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রাফায়েলও রয়েছে। ভারত কেবল “কিছু ক্ষয়ক্ষতি” স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি অস্বীকার করে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘে বক্তব্যে সাতটি ভারতীয় বিমান ধ্বংসের কথা বলেন।
ট্রাম্পও বিভিন্ন সময়ে এই সংঘাতের বর্ণনা দিতে গিয়ে কখনও সাতটি, কখনও আটটি বিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে।