Image description

উত্তর আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত চালকদের নিয়ে চলমান বিতর্কের মাঝেই এক চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা সামনে এসেছে। ক্যালিফোর্নিয়ার কামারিলো শহরে এক ২১ বছর বয়সী তরুণীকে অচেতন অবস্থায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিমরনজিত সিং নামের এক ক্যাব চালককে। যিনি একজন ভারতীয়।

পুলিশের তরফে বলা হয়েছে, ঘটনাটি গত ২৭ নভেম্বরের। ওই দিন রাত ১টা নাগাদ থাউজেন্ড ওকসের একটি বার থেকে ভুক্তভোগী তরুণী তার গন্তব্যে যাওয়ার জন্য সিমরনজিতের ক্যাবটি ভাড়া করেন। ওই সময় তরুণী অত্যন্ত মদ্যপ অবস্থায় থাকায় তেমন সচেতন ছিলেন না।

তদন্তকারীরা জানান, যাত্রা পথেই তরুণীটি ঘুমিয়ে পড়েন। যদিও রাইড শেয়ারিং অ্যাপে ট্রিপটি ‘সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু অভিযুক্ত চালক তরুণীকে গন্তব্যে না নামিয়ে কামারিলো শহরের বিভিন্ন স্থানে গাড়ি নিয়ে ঘুরতে থাকেন। অভিযোগ উঠেছে, তরুণীর অচেতন অবস্থার সুযোগ নিয়ে সিমরনজিত তাকে যৌন নিগ্রহ ও ধর্ষণ করেন।

গত ১৫ ডিসেম্বর ভেনচুরা কাউন্টি শেরিফ অফিসের মেজর ক্রাইম সেক্সুয়াল অ্যাসাল্ট ইউনিট দীর্ঘ তদন্তের পর সিমরনজিতকে গ্রেপ্তার করে। তাকে প্রাক-বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। আদালতে তোলা হলে সিমরনজিত নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। আদালত তার জামিন হিসেবে ৫ লাখ ডলার নির্ধারণ করেছে এবং ২৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, বেকের্সফিল্ডের বাসিন্দা সিমরনজিতের দ্বারা আরও নারী লাঞ্ছিত হয়ে থাকতে পারেন যারা এখনো অভিযোগ করেননি। পুলিশ বর্তমানে অন্য কোনো ভুক্তভোগী আছেন কি না, তা খতিয়ে দেখছে। অভিযুক্ত ব্যক্তি ঠিক কোন রাইড শেয়ারিং কোম্পানির হয়ে কাজ করতেন, তা এখনো প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতীয় বংশোদ্ভূত চালকদের ট্রাফিক আইন লঙ্ঘন ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর একাধিক অভিযোগের মধ্যেই এই গুরুতর অপরাধের ঘটনাটি প্রকাশ্যে এলো।