Image description
 

সৌদি আরবে এক বছরে সর্বাধিকসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়েছে। বার্তা সংস্থা এএফপি’র হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশটি ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

আজ সোমবার আরও তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা কর্তৃপক্ষ জানিয়েছে। এসব মৃত্যুদণ্ডের মধ্যে শিরচ্ছেদও রয়েছে।

এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবের নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনা নির্দেশ করছে। মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ।

এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

শীর্ষনিউজ