Image description
 

উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় সেনাবাহিনীর গুলিতে বেশিরভাগ জিম্মিই নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের একজন সাবেক সামরিক কমান্ডার।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণোধ্যম আনাদোলুে এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম ইয়েডিওথ আহরোনোথ-এ সাবেক কমান্ডার নিতজান অ্যালন জানিয়েছেন, ‘গোয়েন্দা ব্যর্থতার কারণে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে জাবালিয়ার বেশিরভাগ জিম্মি নিহত হয়েছে।’

 

অ্যালন বলেন, জিম্মিদের অনেকেই জীবিত অবস্থায় গাজায় পৌঁছালেও পরে ইসরাইলের হামলায় তারা নিহত হয়েছেন। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি শুধু বলেছেন, ‘ভূমিতে ভুল অনুমানের’ কারণে ২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইলি হামলায় তিনজন বন্দি নিহত হন। তিনি আরো বলেছিলিন, জিম্মিরা বারবার বিমান হামলার ভয়ের কথা উল্লেখ করেছিলেন।

হামাসের সামরিক শাখা, কাসাম ব্রিগেড বরাবরই বন্দিদের উপর এমন হামলার ভিডিও ক্লিপ প্রচার করে তেল আবিবকে তা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু তেল আবিব সেই আবেদন উপেক্ষা করে দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যদিও হামলা খুব একটা বন্ধ হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে ৭০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং প্রায় ১,৭১,০০০ জন আহত হয়েছে।