Image description

আন্তর্জাতিক গবেষকদের নিজেদের দেশে আকৃষ্ট করতে ১ দশমিক ৭ বিলিয়ন কানাডীয় ডলার (১২০ কোটি মার্কিন ডলার) মূল্যের বিশাল নিয়োগ কর্মসূচি চালু করেছে কানাডা সরকার। বৈজ্ঞানিক গবেষণা খাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক তহবিল কাটছাঁটের নীতিতে যুক্তরাষ্ট্র ছাড়তে ইচ্ছুক গবেষকদের লক্ষ্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই কর্মসূচি ঘোষণা করে কানাডার ফেডারেল সরকার। খবর এএফপির। 

এর আগে কানাডার বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্ক ও টরন্টো বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো বিশেষজ্ঞদের নিয়োগের জন্য একাধিক কৌশল ঘোষণা করেছিল। এবার ফেডারেল সরকারও এই প্রচেষ্টায় যুক্ত হলো, যাকে তারা ‘বিশ্বব্যাপী এই ধরনের সবচেয়ে বড় নিয়োগ কর্মসূচির মধ্যে অন্যতম’ বলে অভিহিত করেছে।

শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ফরাসি ভাষাভাষীসহ এক হাজারেরও বেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও প্রবাসী গবেষককে কানাডায় নিয়ে আসা।

শিল্প মন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের বলেন, ‘কিছু দেশ একাডেমিক স্বাধীনতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা তা করব না। এই নিয়োগ প্রক্রিয়াটি বৈশ্বিক হলেও আমরা জানি যে সীমান্তের দক্ষিণে (যুক্তরাষ্ট্রে) অনেক মানুষ আগ্রহ দেখাচ্ছেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে।

দীর্ঘকাল ধরে কানাডা থেকে মেধা পাচার নিয়ে উদ্বেগ ছিল। এই কর্মসূচির মাধ্যমে সরকার আশা করছে, বিদেশে কর্মরত কানাডীয় গবেষকদেরও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নীতির কারণে বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।