Image description
 

দেশ ভাগের পর থেকেই ভারত পাকিস্তানের দ্বন্দ চরমে। যদিও ভারত পাকিস্তানের দ্বন্দ্বে হারের স্বাধ গ্রহন করতে হয়েছে পাকিস্তানকেই।  ভারতীয় আগ্রাসন রুখতে চীন ও পাকিস্তান একজোট হয়ে কাজ করছে। তবে কোভিডের পরবর্তীতে দু-দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজেভাবে মুখ থুবরে পড়ে। পাকিস্তান প্রায় দেওলিয়া হওয়ার পথে। এবার যা খবর এলো তার শুনে ভারতীয়দের চক্ষু বড় হওয়ার মতো।

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটোকের কাছাকাছি সিন্ধু নদের কাছাকাছি পাওয়া গেছে স্বর্নের মজুত। যা নিয়ে বিশ্বে আলোচনা হচ্ছে। ধারনা করা হচ্ছে এই স্বর্নের বাজার মূল্য পাকিস্তানি ৬০ হাজার কোটি রোপি। যা পাকিস্তানের অর্নীতিকে কিছুটা স্বস্তি দিতে পারে। 

স্বর্নের মজুতের সত্যতা যাচাই করেছেন পাঞ্জাবের খনি বিষয়ক মন্ত্রী ইব্রাহীম হোসেন মুরাদ। জিওলজিকাল সার্ভে অফ পাকিস্তানের দীর্ঘদিনের পরিশ্রমের ফলে সিন্ধু নদের থেকে এই স্বর্নের সন্ধান পাওয়া গেছে।

 

এর আগে গেল নভেম্বরে চীনের উত্তরাঞ্চলে পিং জিং এ স্বর্ন আবিস্কৃত হয়। ধারনা করা হচ্ছে স্থানটিতে ১ হাজার মেট্রিকটন স্বর্ন মজুদ রয়েছে, যার বাজারমূল্য ৮৩০০ কোটি ডলার।