Image description

যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা চলছে। 

গত ৮ জানুয়ারি তাকে লন্ডন নেওয়া হয়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। দুই সপ্তাহ পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি  লন্ডনে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠবেন।

খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎক দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার জানিয়েছেন, ছেলে তারেক রহমানের বাসায় গেলেও খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকবে প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনেই। 

কে এই প্যাট্রিক কেনেডি? যার ওপর আস্থা রাখছেন ৭৯ বছর বয়সি বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী। যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

যুক্তরাজ্যের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট এবং প্যাট্রিক কেনেডির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে প্যাট্রিক কেনেডির সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

ডা. কেনেডি একজন শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ। ১৯৯৬ সাল থেকে তিনি চিকিৎসা পেশায় রয়েছেন। স্নাতকোত্তর শেষে তিনি ২০০৯ সালে লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে কাজ শুরু করেন।

 

বিশ্বখ্যাত এই লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ কাজ করছেন ক্রনিক হেপাটাইটিস বি এবং ভাইরাল লিভার ডিজিজ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের এ শাখায় এরই মধ্যে তার দুই শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

 

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন উপদেষ্টা। লিভার নিয়ে কাজ করেন ইউরোপের বড় বড় ফুটবল ক্লাবগুলোর সঙ্গে। বিশেষজ্ঞ এই চিকিৎসক লিভার চিকিৎসা সংক্রান্ত ইউরোপের প্রায় সব বিখ্যাত সংস্থা এবং সংগঠনের সদস্য। 

লন্ডন ক্লিনিকে গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিটের এই চিকিৎসকের পরামর্শ নিতে প্রথমবার দিতে হয় ৩৫০ পাউন্ড (প্রায় সাড়ে ৫২ হাজার টাকা)। ফলোআপের জন্য দিতে হয় ২৫০ পাউন্ড করে (প্রায় সাড়ে ৩৭ হাজার টাকা)।