Image description

পাবনার চাটমোহরে থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনোয়ার হোসেন (৫৪) কে গ্রেপ্তার করেছে। সে পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে চাটমোহর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।