Image description
 

ইসরায়েলের অংশগ্রহণের সিদ্ধান্ত বহাল রাখায় আগামী ইউরোভিশন গান কনটেস্ট ২০২৬ বয়কট করার ঘোষণা দিয়েছে চার দেশ। এগুলো হলো আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও স্পেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) বৃহস্পতিবার জানায়, ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো ভোট অনুষ্ঠিত হবে না। এই সিদ্ধান্তের পরপরই চার দেশ বয়কটের ঘোষণা দেয়। ইসরায়েলের গাজা যুদ্ধ এবং গত প্রতিযোগিতায় অভিযোগিত হস্তক্ষেপের কারণে এর অংশগ্রহণের বিরুদ্ধে আন্দোলন চলছে। সমালোচকরা গাজায় ব্যাপক প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন।

 

ইবিইউ জানিয়েছে, সদস্যদেশগুলো প্রতিযোগিতার ‘নিরপেক্ষতা রক্ষা ও আস্থা বাড়ানোর’ জন্য নতুন সংস্কারের পক্ষে স্পষ্ট সমর্থন দিয়েছে। পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সেমিফাইনালে বিস্তৃত পেশাদার জুরি পুনঃপ্রবর্তন, যাতে কোনো দেশ বা তৃতীয় পক্ষ ভোট প্রভাবিত করতে না পারে।

 
 

চার দেশের অবস্থান

 

নেদারল্যান্ডস: ডাচ ব্রডকাস্টার অ্যাভরোটরোস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণ তাদের প্রতিষ্ঠানের ‘মূল মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’। তারা গত বছরের প্রতিযোগিতায় ইসরায়েলের বিরুদ্ধে হস্তক্ষেপ এবং গাজায় গুরুতর সংবাদমাধ্যম স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

আয়ারল্যান্ড: আইরিশ ব্রডকাস্টার আরটিই জানিয়েছে, গাজায় মারাত্মক প্রাণহানি ও মানবিক সংকটের কারণে তারা প্রতিযোগিতায় অংশ নেবে না।

স্লোভেনিয়া: দেশটির জাতীয় ব্রডকাস্টার বলেছে, গাজায় নিহত ২০,০০০ শিশুর পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

স্পেন: স্পেনের পাবলিক ব্রডকাস্টার আরটিভিই ঘোষণা দিয়েছে যে তারা ২০২৬ সালের ভিয়েনায় ৭০তম ইউরোভিশনে অংশ নেবে না। প্রতিষ্ঠানটির মহাসচিব আলফোনসো মোরালেস বলেন, গাজায় পরিস্থিতি এবং ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিযোগিতার ব্যবহার ইউরোভিশনকে নিরপেক্ষ ইভেন্ট হিসেবে রাখা কঠিন করে তুলেছে।