Image description
 

গাজা যুদ্ধ চললেও থেমে নেই ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) যুক্ত করা নতুন রেললাইন প্রকল্পের কাজ। ইসরায়েলের এক টিভি চ্যানেল জানিয়েছে, প্রকল্পটির প্রস্তুতি এখন অনেকটাই এগিয়ে গেছে।

 

খবরে বলা হয়, গত সপ্তাহান্তে ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ গোপনে আবুধাবি গিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গে ছিল পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এ বৈঠকের মূল লক্ষ্য ছিল রেল প্রকল্পটি আরও এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা বাড়ানো।

 

এই রেললাইন চালু হলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বাণিজ্য অনেক সহজ হবে। ইসরায়েল মনে করছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

 

পরিকল্পনা অনুযায়ী, ভারতের মুন্দ্রা বন্দর থেকে পণ্য প্রথমে জাহাজে ইউএই-তে পৌঁছাবে। এরপর সেগুলো স্থলপথে সৌদি আরব ও জর্ডান হয়ে ইসরায়েলের হাইফা বন্দরে আসবে। হাইফা থেকে এসব পণ্য ইউরোপসহ অন্য দেশগুলোতে পাঠানো যাবে।

বর্তমানে ইউএই থেকে ট্রাকগুলো অ্যালেনবি ব্রিজ হয়ে ইসরায়েলে ঢোকে। কিন্তু সেখানে দীর্ঘ কাগজপত্রের ঝামেলার কারণে ট্রাকগুলোকে দেরি করতে হয়। নতুন পরিকল্পনায় এই ঝামেলা দূর করে ট্রাকগুলোকে সরাসরি ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়ার লক্ষ্য রয়েছে। এতে বাণিজ্য আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।