ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি শিশুরা জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে স্বীকৃত অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউনিভার্সাল চিলড্রেনস ডে উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলে সশস্ত্র গোষ্ঠীটি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতিসংঘ ২০ নভেম্বর ইউনিভার্সাল চিলড্রেনস ডে পালন করছে, অথচ ফিলিস্তিনি শিশুদের বাস্তবতা অত্যন্ত করুণ।’
হামাসের দাবি, ইসরাইলের গাজায় হামলা ‘জীবনের মৌলিক ভিত্তিগুলো— খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানসিক সাপোর্ট— ধ্বংস করে দিয়েছে; যা আন্তর্জাতিক কনভেনশন, মানবিক মূল্যবোধ এবং ফিলিস্তিনি শিশুদের অধিকার নিশ্চিতকারী জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।’
সশস্ত্র সংগঠনটি ইসরাইলি নেতাদের বিরুদ্ধে ‘শিশুদের ওপর সংঘটিত অপরাধের’ আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছে।
সংগঠনটি বলেছে, আমরা ‘আমাদের শিশুদের সুরক্ষা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা— যেভাবে পৃথিবীর অন্য সব শিশুর অধিকার নিশ্চিত করা হয়,সেই একইভাবে অধিকার নিশ্চিতের’ আহ্বান জানাই।