ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা—যা একসময় অসম্ভব মনে করা হতো—তা বাস্তবে রূপ দিয়েছে জার্মান বিজ্ঞানীরা। নতুন এক স্টেম-সেল থেরাপি টাইপ–১ ডায়াবেটিস রোগীদের শরীরে চিরস্থায়ীভাবে ইনসুলিন উৎপাদন ফিরিয়ে আনতে সফল হয়েছে। আর এর সবচেয়ে বিস্ময়কর দিক—জার্মানিতে যেখানে চিকিৎসাটি বিনামূল্যে বা প্রায় সম্পূর্ণ ভর্তুকিতে দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রে রোগীদের দিতে হচ্ছে ৪০ হাজার ডলার পর্যন্ত!
স্টেম সেল দিয়ে ইনসুলিন উৎপাদন ফিরিয়ে আনা
গবেষকরা রোগীর নিজের স্টেম সেলকে পুনঃপ্রোগ্রাম করে ইনসুলিন-উৎপাদনকারী বেটা সেলে রূপান্তর করেন। এরপর এগুলো সরাসরি অগ্ন্যাশয়ে প্রতিস্থাপন করা হয়। এর ফলে শরীর আবার স্বাভাবিকভাবে ইনসুলিন তৈরি করতে পারে—ইনজেকশন বা কৃত্রিম ইনসুলিনের আর প্রয়োজন হয় না।
গবেষণার ফল আরও চমকপ্রদ—
✔ ৮০% রোগী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ ইনসুলিন–স্বাধীন
✔ বছরের পর বছর ধরে নতুন বেটা সেলগুলো স্বাভাবিকভাবে কাজ করছে
✔ রোগ প্রতিরোধক ব্যবস্থার আক্রমণ রোধে বিশেষ ইমিউনোথেরাপি, যা স্থায়ী চিকিৎসা নিশ্চিত করছে
বিজ্ঞানীরা বলছেন—এটি টাইপ–১ ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি, স্থায়ী সমাধান হিসেবে প্রমাণিত হচ্ছে।
জার্মানিতে বিনামূল্যে, যুক্তরাষ্ট্রে আকাশছোঁয়া বিল
জার্মানির সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা এই থেরাপির খরচ পুরোপুরি বহন করে বা বড় অংশ ভর্তুকি দেয়। ফলে রোগীরা প্রায় বিনামূল্যেই চিকিৎসা পান।
কিন্তু যুক্তরাষ্ট্রে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো—
✔ অনেক বীমা কোম্পানি এখনো থেরাপিকে “এক্সপেরিমেন্টাল” বলে গণ্য করে
✔ ফলে রোগীদের নিজেদের পকেট থেকে ৪০,000 ডলার বা তার বেশি দিতে হয়
✔ অনেকে তাই জার্মানিসহ অন্যান্য দেশে ভ্রমণ করছেন এই জীবন–বদলে দেওয়া চিকিৎসা পেতে
স্বাস্থ্যসেবায় বৈষম্য নিয়ে নতুন বিতর্ক
চিকিৎসার এই বৈষম্য বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সমতা, চিকিৎসার খরচ, এবং মুনাফাকেন্দ্রিক মেডিকেল ব্যবস্থার বিরুদ্ধে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।
গবেষকরা বলছেন,
“বিজ্ঞানের আবিষ্কার সবার জন্য সমান হলেও—কারা চিকিৎসা পাবে আর কারা পাবে না, তা প্রায়ই নির্ধারণ করে অর্থনৈতিক সামর্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো।”
ডায়াবেটিস রোগীদের জন্য এটি অবশ্যই নতুন আশা—কিন্তু পাশাপাশি তীব্রভাবে মনে করিয়ে দিচ্ছে, চিকিৎসায় প্রবেশাধিকারই প্রায়শই জীবনের সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে।