Image description
 

জুলাই বিপ্লবের সময় রিকশায় বসে শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নেমেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়ন নিতে এসে সুজন জানান, রিকশা চালক হয়েও সংসদে যাওয়ার স্বপ্ন দেখা অসম্ভব নয়।

 

তিনি বলেন, “ইচ্ছা থাকলে সংসদে যাওয়া যায়। মানুষ যদি সংসদে যেতে পারে, তাহলে রিকশাচালক কেন পারবে না? আমার উপর কেউ হাত তুললে এই দেশের মানুষ সেটা বরদাস্ত করবে না।”

বক্তব্যে তিনি দাবি করেন, বিগত ৫২ বছরে দিন এনে দিন খাওয়া শ্রমিক–গরিব মানুষ সবসময়ই বঞ্চিত হয়েছেন। বহু সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি।

জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতি তুলে তিনি বলেন, “গত ১৭ বছর যারা দেশ চালিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বললেই খুন–গুম হয়েছে। কেউ মুখ খুলতে পারেনি। এখন আমি নির্বাচনে দাঁড়িয়েছি বলে নানা কথা বলা হচ্ছে। কিন্তু আমরা ভয় পাই না।”

তিনি বলেন, তার কোনো রাজনৈতিক কর্মী বাহিনী নেই। সঙ্গে আছে সাধারণ মানুষ—রিকশাচালক, ছাত্র, শ্রমিক ও প্রবাসীরা। “আমার উপর কেউ হাত তুললে বাংলাদেশের মানুষ ছাড়বে না,” মন্তব্য করেন সুজন।

শ্রমজীবী মানুষের প্রতি নিজের অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “জনগণের পক্ষে, রিকশাচালক ও শ্রমিকদের পক্ষে আমি দাঁড়াব। যখন তারা বিপদে পড়বে, তখন সুজন বুক পেতে থাকবে।”

জুলাই আন্দোলন নিয়ে তিনি আরও বলেন, “আমরা রাস্তায় না নামলে ফ্যাসিবাদী শাসন টিকে থাকত। আমরা না নামলে অনেকে আন্দোলন করার সুযোগও পেত না। তাই মানুষ যত বেশি সমচল করবে, ততই আন্দোলন শক্তিশালী হবে।”

সুজন আশাবাদী, সাধারণ মানুষের শক্তি নিয়েই তিনি লড়ে এগিয়ে যেতে পারবে।