Image description
 

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৩৫ জনেরও বেশি মানুষ।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সৈন্য, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ’সন্ত্রাসবাদবিরোধী অভিযান’ শুরু করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছে। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ’এই অভিযানের লক্ষ্য সন্ত্রাসবাদ নির্মূল করা।’ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, চলমান অভিযানকে লৌহ প্রাচীর বা আয়রন ওয়াল বলা হচ্ছে।

সূত্র : আল জাজিরা