Image description
 

রাতের নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা। আর এতে মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুলিশের দেহাংশ। এমন বিভীষিকাময় ঘটনা ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায়।

শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থানা সংলগ্ন একটি বাড়ির সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এমন ভয়াবহ বিস্ফোরণের মুহূর্ত। এতে দেখা যায়, থানার ভেতরে আচমকা আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দে ভবন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

 

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে ফরিদাবাদ থেকে জব্দ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল পুলিশ সদস্যরা। আর এ সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এতে অন্তত ৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশের ফরেনসিক বিভাগের কর্মকর্তা। এছাড়া প্রচণ্ড বিস্ফোরণের কারণে অনেক পুলিশ সদস্যের দেহাংশ প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। বিস্ফোরণের শব্দ ১৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

 

কাশ্মীর পুলিশের ডিজিপি জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বিস্ফোরক পরীক্ষার সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পেছনে অন্য কোনো কারণ নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।