পবিত্র রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র ১০০ দিন। এরই মধ্যে আসন্ন রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ দেখা দিয়েছে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ইসলামিক ইনফরমেশন শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, রমজান শুরু হতে ১০০ দিন বাকি আছে।
মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজ-কে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে।
তিনি আরও জানান, রমজানের প্রথমদিকে মধ্যপ্রাচ্যের মুসলমানরা প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখবেন। মাসের শেষদিকে দিন বড় হওয়ায় রোজার সময়সীমা বেড়ে প্রায় ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। তবে সৌদি আরব প্রায়শই তাদের নিজস্ব উম্মুল কুরা ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।
জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হবে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে। সে হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ (শনিবার)।
চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ইসলামিক মাস নির্ধারণ করা হয়। তাই সরকারিভাবে রমজান ও ঈদের চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ঢাকাটাইমস