Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা আরও এক বছরের জন্য বাড়িয়েছেন। ১৯৭৯ সাল থেকে কার্যকর এই জরুরি অবস্থার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি, এবং ১৯৮১ সালের ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াও চলমান।

তিনি আরও বলেন, এ কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বর ঘোষিত জাতীয় জরুরি অবস্থা এবং তার আওতায় গৃহীত পদক্ষেপগুলো ২০২৫ সালের ১৪ নভেম্বরের পরও বহাল রাখা প্রয়োজন।

 

উল্লেখ্য, আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এক বছরেরও বেশি সময় ধরে তেহরানে আটক থাকা মার্কিন কূটনীতিকদের মুক্তি দেওয়া হয়েছিল। চুক্তিতে উভয় দেশ পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেও সম্মত হয়।

 
 

জাতীয় জরুরি অবস্থা ১৯৭৯ সালের ১৪ নভেম্বর প্রথম ঘোষণা করেন প্রেসিডেন্ট জিমি কার্টার। তখন ইরানে মার্কিন দূতাবাসে কূটনীতিকদের জিম্মি করে রাখার ঘটনার পর এক্সিকিউটিভ অর্ডার ১২১৭০ জারি করা হয়।